স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলাতলা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে দু’ পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শর্যা হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্বতন্ত্র প্রার্থীর ভাই মোঃ জালাল উদ্দিন রুমি জানান, বুধবার সকাল ১১টায় উপজেলার ২নং কলাতলা ইউনিয়নের কাননচক বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর সিদ্দিকীর কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আ’লীগ মনোনিত প্রার্থী বাদশা শেখের সমর্থরা। এতে স্বতন্ত্র প্রর্থীর কর্মী নাজু শেখে ( ৪০) তাসেক শেখ(৫০), রুবেল শেখ (৪২) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শর্যাহাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আ’লীগ মনোনীত প্রার্থী বাদশা শেখ জানান মারামারির ঘটনায় তার দু’ কর্মী আহত হয়েছে। তারা হলেন হাফিজ শেখ ( ৩৫) এবং আল আমিন শেখ (২০) তাদেরকে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক নবধারা কে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।”
নবধারা/বিএস