নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার বিকেলে উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়নের ১ও২ নং ওয়ার্ডের ১৫শত শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির একান্ত সহকারী সচিব এমদাদুল হক দাদুল।
এছাড়াও এসয়ম আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া,সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন ভুইঁয়া,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম,মনির হোসেন,নবি হোসেন,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান,যুবলীগ নেতা আবু তাহের,নুরুজ্জামান,ফরিদ উদ্দিন,মেহেদী হাছান খান,মামুন প্রমুখ