শফিকুল ইসলাম সাফা (স্টাফ রিপোর্টার) চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনয়তনে ১০০ মেধাবী শিক্ষার্থী প্লাটফর্মের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে ১ হাজার ছাত্রীদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।
ইউএনও মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরামুল হক, উপজেরা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপনা। অনুষ্ঠানটি পরিচালনা করেনে শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন প্রমূখ।
One thought on "চিতলমারীতে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন"