মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-০৬ খুলনার সদস্যরা। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার মাদারতলী এলাকার সপ্তপল্লী সার্বজনিন রক্ষাকালী দূর্গামন্দিরের পাশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদর কাছ থেকে ২ শত ৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।
দুপুরে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশানুল ফিরোজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, মোল্লাহাট উপজলার বড়গাওলা গ্রামের মোঃ ইসাহাক ফকিরের ছেলে আঃ রহিম ফকির(৩১) এবং মাদারতলী গ্রামের মোঃ জাবেদ ফকিরের ছেলে আঃ আলীম (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।