Nabadhara
ঢাকাশুক্রবার , ২ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের বড়দিয়ায় বিভূতিভূষণ পাঠাগারের উদ্যোগে সম্মাননা প্রদান

MEHADI HASAN
এপ্রিল ২, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া  প্রতিনিধিঃ

নড়াইলের বড়দিয়ায় বিভুতিভূষন পাঠাগারের উদ্যোগে বড়দিয়া টাউন ক্লাবের সোনালী প্রজন্মের কৃতি ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২ এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে ৩ টায় বড়দিয়া শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন-বিশিষ্ট সমাজসেবক বিধান চন্দ্র দাশ ও প্রবীর রায়।

সত্তর ও আশির দশকে বড়দিয়া অঞ্চলে যারা ক্রীড়াঙ্গণ আলোকিত করে রেখেছিল সেই সকল কৃতি ফুটবলারদের সম্মাননা জানাতে বিভূতিভূষণ পাঠাগার আয়োজন করে ‘সোনালী প্রজন্মের সম্মাননা’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে এলাকার ১৬ জন কৃতি ফুটবলারকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও জার্সি প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে যাদের সম্মানিত করা হয় তারা হলেন- খান আব্দুল আজিজ, জুম্মা খান, প্রশান্ত দাশ ( নান্টু), সুকুমার দাশ, দীলিপ রায়, মন্টু রঞ্জন দাশ,আজাদ কাজী, শেখ তরিকুল আলম, রতন কুমার দাশ, খান মোসারেফ হোসেন, খলিলুর রহমান মৃধা, সুষেন্দু ভৌমিক, শেখ হাসিকুল আলম, শম্ভুনাথ দাশ, নিরঞ্জন দাশ (ঝন্টু), মোঃ অলিয়ার রহমান।

পাঠাগারের অন্যতম পরিচালক সুতপা বেদজ্ঞের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলার বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি ডাঃ মনোজ দাশ, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, খান শামিম রহমান (ওছি), খান আব্দুল আজিজ, দিলিপ রায়, সুষেন্দু ভৌমিক বাচ্চু, নিরঞ্জন দাশ ঝন্টু, খান এ, কাইয়ুম চুন্নু, শেখ হাসিকুল আলম, খান গোলাম মোস্তফা, এ.কে.এম. শহীদুল ইসলাম, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি বি.এম. বরকতউল্লাহ ও সরোজ দাশ পিন্টু প্রমুখ।

সম্মাননাপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন-এ ধরণের আয়োজন আগামী প্রজন্মকে যেমন উৎসাহিত করবে তেমনি ভবিষ্যতে সুস্থ মানবিকতাবোধ সম্পন্ন জাতি গঠনেও বিশেষ ভূমিকা রাখবে। উল্লেখ্য যে, বিভূতিভূষণ পাঠাগারটি মানুষের কল্যানে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।