Nabadhara
ঢাকাশনিবার , ৩ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্ত সাইদ-মিলি টুঙ্গিপাড়াবাসীর দোয়া চেয়েছেন

MEHADI HASAN
এপ্রিল ৩, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ

আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর খালাতো ভাই টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মনিকোঠায় স্থান নেওয়া অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত শেখ সাইদুল ইসলাম (সাইদ) সহ-সভাপতি ও তার সহধর্মিণী এবং ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি করোনা আক্রান্ত হয়েছেন।  তাদের রোগমুক্তির জন্য টুঙ্গিপাড়া বাসীর কাছে দোয়া কামনা করেছেন।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) শেখ সাঈদ ও শুক্রবার (২ এপ্রিল) শেখ মিলির করোনা পরীক্ষায় তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। তারা দুজনে বর্তমানে করোনাক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ২১০ নাম্বার কেবিনে প্রোভিসি প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

শেখ মিলি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে যা জানান তা হুবহু তুলে ধরা হলো,

“‌আজকে (২ এপ্রিল) আমরা দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রোভিসি শিক্ষা প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেন ভাইয়ের অধীনে চিকিৎসাধীন আছি। আপনারা সবাই আমাদের রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ সমূহ মাফ করে দিয়ে সুস্থতা দান করেন। আমিন”

এদিকে টুঙ্গিপাড়ার প্রিয় মুখ শেখ সাইদুল ইসলাম মুঠোফোনে নবধারাকে বলেন, “আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সুস্থ আছি। ‍টুঙ্গিপাড়াবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরা দু’জনে যেন সুস্থ্য হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসে মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা আমাদের রোগমুক্তির জন্য দোয়া করবেন।”

এছাড়া করোনা সচেতনতায় সকলকে সাবধানতা অবলম্বন করতেও আহ্বান জানান শেখ সাইদ।

এই দু’জন নিঃস্বার্থ পরোপকারী দম্পতির আশু রোগমুক্তি কামনা করে নবধারার সম্পাদক মেহেদী হাসান সহ নবধারা পরিবারের সকল সদস্যবৃন্দ।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।