নড়াইলে সৌদী প্রবাসি মোঃ আমিনুর রহমানের সৌজন্যে সদ্য প্রায়ত নড়াইল -২ আসনের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম স্মরণে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সদরের পাইকমারী মধ্যপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মুফতি শহিদুল ইসলাম ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ ছিলেন। তাঁর মাধ্যমে নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, সুপেয় পানির নলকূপ স্থাপনসহ অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি বিভিন্ন সেবা দিয়েছেন । তাঁর আকস্মিক মৃত্যুতে সবাই ব্যথিত। তাই তাঁর রূহের মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।
এ সময় ৫ শতাধিক মুসল্লীর উপস্থিতিতে কোরআন ও হাদিস থেকে কথা বলেন, পাইকমারী দারুস সালাম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইয়াসিন আজহারী এবং শিবানন্দপুর ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন প্রমুখ।
মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবশেষে মোনাজাত করান মাওঃ মোঃ ইয়াসিন আজহারী।
মোঃ জিহাদুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.