গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক রাতের মধ্যে শত শত হেক্টর জমির ধান সবুজ থেকে সাদা হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ধানের শীষ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন লু হাওয়ার কারনে এ ধরনের ঘটনা ঘটেছে। পৌরসভা সহ উপজেলার ৫ টি ইউনিয়নেই এ ধরনের ঘটনা ঘটেছে।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ৩০ মিনিটের মতো এসব এলাকায় গরম বাতাস বয়ে যায়। আর এতে ক্ষেতে উঠতি বোরো ধান যে গুলেতে কেবল মাত্র ধানের শীষে “দুধ” এসেছে সেই ধান সব চিটায় পরিনত হয়ে সাদা বর্ন ধারন করেছে। আর এতে উপজেলার শত শত কৃষকেরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মূখীন হয়েছেন।