নবধারা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের পক্ষের কর্মকাণ্ড নিজের ফেসবুক শেয়ার করা ও তাদের পক্ষে কথা বলার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শরীফ (সলিম) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক আসলাম সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে সাংগঠনিক সম্পাদক সেলিম শরিফ হেফাজতে ইসলামের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের পক্ষ অবলম্বন করে ও স্থানীয় লোকদের সাথে এ সম্পর্কে তাদের পক্ষ অবলম্বন করে প্রায়ই মতামত দিয়ে থাকেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা নবধারা কে বলেন, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলায় আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এদিকে বহিস্কৃত উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শরীফ (সলিম) বলেন, আমি ফেসবুকের কিছুই তেমন বুঝি না।তবে সাধারণ সম্পাদকের সাথে আমার ভুলবোঝাবুঝি রয়েছে। এ কারনে এ ঘটনা তিনি ঘটতে পারে।
নবধারা/এমএইচ ০০৭/বিএস