বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
অতি সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন বালুকণা সমাজকল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ক্যাম্পের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় মাস্ক বিতরণ ও জনসচেতনতামুলক প্রচারণা এবং মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করণ কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন বালুকণা সমাজকল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ক্যাম্পের উদ্যোগে সভাপতি মোঃ সোহান এবং সাধারণ সম্পাদক শেখ আবির হাসানের নেতৃত্বে মাস্ক বিহীন জনসাধারণকে মাস্ক পরিধান, সচেতনতা মূলক প্রচারণা চালান সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
পরে বাসস্ট্যান্ডে থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, সহ বালুকণা সমাজকল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ক্যাম্পের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস