নবধারা প্রতিনিধিঃ
পৌরসভার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা। এতে পৌর নাগরিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
পৌরসভার নাগরিকদের ২৫০ টাকা মাসিক বিলের পরিবর্তে ৩০০ টাকা ও পৌরসভার বাইরে বসবাসরত পানি সেবা পাওয়া পরিবারকে ৩০০ টাকার স্থলে ৩৫০ টাকা পরিশোধ করতে হবে। যা এ মার্চ মাস হতেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
তিনি আজ ৮ এপ্রিল বৃস্পতিবার পৌরসভার সেমিনার কক্ষে কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে সাম্প্রতিক কালে হেফাজতের ফেসবুক কার্যক্রম, আকস্মিক ঝড়ে কৃষকের ধান নষ্ট হওয়া, করোনা সংক্রমণ বৃদ্ধি, সরকারের উন্নয়ন নিয়ে মতবিনিময়কালে নবধারার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ১ মাসের দায়িত্ব গ্রহন করার পর দৃশ্যত উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনার জানেন এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পৌরসভায় ঘুরে গেছেন। এ সময় পৌরসভায় সৌন্দর্য বর্ধনে কাজ করেছি। পানির ২ টি পাম্প অচল ছিল তা চালু করেছি। অল্প সময়ের মধ্যে আমার সম্মানিত পৌর নাগরিকগণ সুপেয় পানি পাবেন। আমরা পানিতে ৫০ টাকা বৃদ্ধি করেছি আপনারা নিরবিচ্চিন্ন ভাবে সুপেয় পানি পাবেন আশা করি। এ ছাড়া আর কোন উপায় ছিল না।
এ সভায় টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, প্যানেল মেয়র কাজী ফকরুল ইসলাম সহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক মেয়র ইলিয়াস হোসেন পানির বিল নির্ধারণ করেছিলেন ২০০ টাকা পরে শেখ আহম্মেদ হোসেন মির্জা ৫০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করেছিলেন। এবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর শেখ তোজাম্মেল হক টুটুলের পরিষদ আরো ৫০ টাকা বৃদ্ধি করে ৩০০ টাকায় উন্নীত করলো।
নবধারা/এমএইচ০০৭/বিএস