নবধারা প্রতিনিধি:
গোপালগঞ্জে পরকীয়ার জের ধরে মিম (২৫) নামে এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধু মিম বিবাহের পরে একটি ছেলেকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই প্রেমিক তাকে বিবাহ করতে রাজি না হওয়ায় বিষ পান করতে পারেন গৃহবধু।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু মিমকে মৃত বলে ঘোষনা করেন। পরে নিহতের স্বজন ও পরিবারের লোকজন মৃতদেহ রেখে গা ঢাকা দেন। নিহত মিম গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মো: সালাম মিয়ার মেয়ে।