নড়াইল নড়াইলের লোহাগড়ার কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। রবিবার(২৩ এপ্রিল) রাতে বিদ্যালয় মাঠে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসএফ’র সাবেক মহা-পরিচালক মেজর জেনারেল (অবঃ) শেখ মোহাম্মদ আমান হাসান।
এসময় উপস্থিত ছিলেন,মোঃ সেলিম শেখ, বীর মুক্তিযোদ্ধা এস এম আক্তার হাসান কচি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমুখ। ১২টি দলের মধ্যে ২০১৪ সালের ব্যাচ চ্যাম্পিয়ন হয়। আমন্ত্রিত অতিথিরা ফাইনাল খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।