কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত তোরাব আলী (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় সে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কুসুমদিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। আসামি তোরাব আলী কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া (কারিকর পাড়া) গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান নবধারা কে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার এসআই গনপশ বিশ্বাস অভিযান চালিয়ে তাকে বাইরপাড়া নামক এলাকা থেকে গ্রেফতার করে।”
গ্রেফতার তোরাব আলী মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।