নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এক লাখ মাস্ক বিতরনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। আজ সোমবার সকাল ১০ টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মাস্ক বিহীন লোকদের মধ্যে মাস্ক বিতরন করে তিনি এই কর্মসূচীর উদ্বোধন করেন।
সারা জেলার ৬৭ ইউনিয়ন ও ৪ পৌরসভা এলাকায় একযোগে এই মাস্ক বিতরন কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং মাস্ক বিতরনে সাহায্যকারী রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা নবধারা কে বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমরা এ উদ্যোগ গ্রহন করেছে। যাতে মানুষ মাস্ক পরে বাইরে বের হন। এর ফলে আমরা সক্রমনের হাত থেকে রক্ষা পেতে পারি।