প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ
দুমকিতে ঘুর্ণিঝড় ‘মোখা‘ মোকাবেলায় প্রস্তুতি সভা

পটুয়াখালীর দুমকিতে ঘুর্ণিঝড় ‘মোখা‘ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা নিবার্হী অফিসার মো: আল ইমরান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপজেলাবাসীকে সতর্কীকরণসহ বেশকিছু আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে সভায় মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ‘লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ঘূর্ণীঝড় ‘মেখা‘র ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য উপজেলায় কন্ট্রোল খোলা হয়েছে। সকল সাইক্লোন শেল্টার, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো প্রস্তত রাখা হয়েছে। স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দূর্যোগ পররর্তি পরিস্থিতির খোঁজখবর নেয়া ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে ৫টি টিম ঘূর্ণীঝড়ের আভাষ ও সতর্ক সংকেত জানিয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.