বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৮ দিনের লকডাউনের আজ প্রথম দিনে টুঙ্গিপাড়ায় ঢিলেঢালা পালিত হচ্ছে। প্রশাসন জনগণকে লকডাউন মানাতে বাধ্য করতে মাঠে তৎপর রয়েছে। গণ-পরিবহণ চলাচল বন্ধ থাকলেও ভ্যান, অটোরিক্সা, মটর বাইক যত্রতত্র চলেছে।
আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে বক্তব্য রাখেন।
সরেজমিনে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পন্যবাহী ট্রাক ও জরুরী কাজে নিয়োজিত যান চলাচল করতে ও দেখা গেছে। টুঙ্গিপাড়ার প্রবেশ দ্বারগুলোতে পুলিশ ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণ করছে। নিলফা বাজার ও পাটগাতী লুৎফর রহমান সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
কাঁচা বাজারগুলোতে সরকারী নির্দেশনা মেনে কেনা বেচা চলছে। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ব্যাতিত সকল বিপনি বিতান বন্ধ রয়েছে। তবে প্রশাসনের নজর এড়িয়ে কোথাও কোথাও দোকান খুলতে দেখা গেছে। আজ জনসাধারনের মধ্যে যে কোন দিনের চেয়ে বেশী মাস্ক পরতে দেখা গেছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জনসাধারণের উদ্দেশ্য বলেন,
আপনারা সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন মেনে চলুন। লকডাউন নিশ্চিত করতে প্রশাসন ২৪ ঘন্টা মাঠে থাকবে। বিনা কারণে কেউ যত্রতত্র ঘোরাফেরা করবেন না। আপনাদের যেকোন সমস্যায় প্রশাসন পাশে আছে। জরুরী প্রয়োজনে যেকোনো সময় ০১৭০৫৪০৫৫০৭ এই নম্বরে আমাদের কে ফোন করুন। আপনাদের দৌড় গোড়ায় আমরা সেবা পৌঁছে দেবো।
*টুঙ্গিপাড়ায় লকডাউন এর চিত্র দেখতে এখানে ক্লিক করুন।
নবধারা/এমএইচ/বিএস