তাওহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার নাজিরপুর সদর, শ্রীরামকাঠী, কবিরাজবাড়ী সহ বিভিন্ন হাট-বাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর মনিটরিং ও সংঘটিত অপরাধে ৫ জনকে নগদ অর্থদন্ড কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার(১৪ এপ্রিল) উপজেলায় লকডাউন বাস্তবায়নে কঠোর মনিটরিং করে উপজেলা প্রশাসন। সংঘটিত অপরাধে ৫ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নগদ ১৭ শ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় নাজিরপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ওবায়দুর রহমান নবধারা কে বলেন জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। আপনারা সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন মেনে চলুন। লকডাউন নিশ্চিত করতে প্রশাসন ২৪ ঘন্টা মাঠে থাকবে। বিনা কারণে কেউ যত্রতত্র ঘোরাফেরা করবেন না। আপনাদের যেকোন সমস্যায় প্রশাসন পাশে থাকবে।
নবধারা/বিএস