Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়ায় গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুন ২০, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসুচী অনুযায়ী, গাজীপুর জোনের জোনাল ম্যানেজার মো. ফারুখ আহমেদের নির্দেশক্রমে কাপাসিয়া উপজেলার এরিয়া ম্যানেজার মো. গোলাম মস্তফার সহযোগীতায় বিভিন্ন শাখা ম্যানেজার ও সহকর্মীদের নিয়ে কালীগঞ্জের জামালপুর ও জাংগালীয়া শাখায় আজ মঙ্গলবার (২০জুন) দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়।

এসময় ষোল হাজার তিন শত একুশ টি গাছের চারা বিতরণ করেন এরিয়া ম্যানেজার মো. গোলাম মস্তফা। এর আগে গতকাল সোমবার (১৯ জুন পর্যন্ত ) কাপাসিয়া এরিয়ার ১০ টি শাখার মধ্যে বাষট্টি হাজার পাঁচ শত চারা বিতরণের সময় সদস্যদের মাঝে ফলজ ও বনজ চারা রোপনের উপকারিতা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, গাছপালা বায়ুদূষণ কমাতে সহায়তা করে। দিন দিন বায়ুমন্ডলে তাপমাত্রা বাড়ছে। পৃথিবী জুড়ে কার্বনডাই-অক্সাইড গ্যাসের পরিমান বৃদ্ধির কারনে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আমরা গাছ না লাগিয়ে যদি এভাবে গাছ কাটতে থাকি তবে এই সোনার বাংলা একদিন মরুভূমিতে পরিনত হয়ে যাবে। তাই আসুন বাড়ির আঙিনায় খালি জায়গা না রেখে, গাছ লাগিয়ে দেশকে সুন্দর রাখতে এক দৃষ্টান্ত মুলুক ভূমিকা পালন করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।