স্টাফ রিপোর্টার, চিতলমারী:
চিতলমারীতে তামান্না (১১) নামের এক কিশোরী বিষ পান করে আত্মহত্যা করেছে।মঙ্গলবার উপজেলার ঘোলা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।বুধবার সকালে পুলিশ তার মৃত্যু দেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতলে প্রেরন করেন।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তামান্না তার পিতা মাতার সাথে অভিমান করে বিষপান করে। সাথে সাথে তাকে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চত হওয়ার জন্য পুলিশ ওই কিশোলীর লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।