শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট ভায়ের স্ত্রী শহীদ শেখ অবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসেরে স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টায় চিতলমারী উপজেলার বড়গুনি মাদ্রসা, ঘোলা মাদ্রসাও পরানপুর মাদ্রসাসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় শেখ রাজিয়া নাসেরের স্মরণে কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ দোয়া অনুষ্ঠানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মামুন হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান, বড়বাড়িয়া ইাউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, আ’লীগ নেতা সেলিম রেজা, বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আজগার মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ সাকাওয়াত ইল্লাহ ও মাওলানা আঃ রাজ্জাক।