শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার:
করোনা থেকে দেশ বাশির মুক্তির জন্য চিতলমারীর বলেশ্বর নদীর পাড়ে কেঁদে কেঁদে শৃষ্টিকর্তার কছে প্রর্থনা করেছেন চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের বিশ্বাসীরা।বিগত প্রায় ২০০ বছরের ঐতিহ্য চৈত্রসংক্রান্তির নীল চড়ক উৎসব এবার করোনা মহামারীর দাপটে অনাড়ন্বরভাবে দেশকে করোনা থেকে মুক্তির লাভের জন্য প্রার্থানায় মিলিত হয়।
এবারও বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী ডাকাতিয়ার চৈত্র মেলা।
চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের ডাকাতিয়া সর্বজনীন শ্রীশ্রী কালীমন্দিরের সভাপতি রমেশ বিশ্বাস জানান, করোনার বিধিনিশেধ এবার ২০০বছরের ডাকাতিয়ার চৈত্রের মেলা রীতি মানতে অনাড়ন্বরভাবে পাটনৃত্য, ধারালো দায়ের ওপর নৃত্য শেষে বলেশ্বর নদীর পাড়ে বিশ্বাসীরা করোনা মহামরাী থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করেছেন। যাতে এই মহামারী থেকে বাংলাদেশসহ বিশ্ববাসী মুক্তি পায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।