Nabadhara
ঢাকাশনিবার , ১৭ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে মসজিদের রাস্তায় বালি ভরাটকে কেন্দ্র করে মামলার হুমকি

MEHADI HASAN
এপ্রিল ১৭, ২০২১ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর  প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের রাস্তায় বালি ভরাটকে কেন্দ্র হামলা-মামলার হুমকি দিয়ে যাচ্ছে এলাকার কিছু অসাধু মহল। শনিবার (১৭এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাসকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, এলাকার কিছু উসৃংখল লোক আছে যারা এলাকায় কোন ভালো কাজ হলে বাধার সৃষ্টি করে। তুচ্ছো ঘটনা নিয়ে হামলা-মামলার হুমকি দিয়ে ফায়দা লুটে যায়। এই শ্রেনীর লোকদের কাজই হলো ভালো কাজে বাধা সৃষ্টি করে প্রতিপক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। তারই জের ধরে গত রাতে মসজিদে তারাবির নামাজের সময় একই গ্রামের দুই কিশোর রুঙ্গুর ছেলে নাছিম ও নওশেরের ছেলে দিনুর মাঝে বাকবিতন্ডা বাধলে শুকুর আলীর ছেলে ইব্রাহীম তাদের সামলানোর চেষ্টা করে। পরে বাদশা মেম্বার এবং চুন্ন এসে ইব্রাহীমকে মারধর করে। এ ঘটনায় এলাকাবাসী মিমাংসা করে দিতে চাইলেও তারা উল্টো মামলার হুমকি দিয়ে এলাকাবাসীকে চাপ দিয়ে যাচ্ছে।

বিল্লাল হোসেন জানান, আজ সকালে মসজিদের রাস্তায় বালু ফেলতে গেলে বাদশা মেম্বার তার দলের লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে বাধার সৃষ্টি করে। এবং রাস্তায় বালু ফেলানো হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়।

এলাকাবাসী আইনুসৃংখলা বাহীনিসহ উপজেলার নিতী নির্ধাকদের কাছে, বাদশা মেম্বারের এসকল অনৈতিক কর্ম কান্ড থেকে মুক্তির দাবি জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।