শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টারঃ
চিতলমারীতে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের নজর দারি আব্যহত রয়েছে।
রবিবারও লকডাউনের ৪র্থ দিনে আন্তজেলা ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়ক গুলোতে দু’একটা ইজিবাইক ও মাহেন্দ্রা চলা চল করছে।
এদিকে ৪র্থ দিনেও সকাল থেকে ওষুধের ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ব্যাতীত অন্যন্য দোকানপাঠ বন্ধ রয়েছে। তবে অনেক স্থানে হাটবাজার পাড়া মহল্লায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকান খোলা রাখতে দেখা গেছে।
একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া নিষেধ থাকলেও অনেকেই বিনা কারনে বাজারসহ বিভিন্ন চায়ের দোকানগুলোতে ভিড় করছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী নবধারা কে জানান, “লকডাউন ও স্বাস্থ্যবিধিসহ অন্যন্য যে সকল নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সেগুলো ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা দেখতে ভ্রাম্যমাণ আদলতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা ও বাজারে অযথা ঘোরাফেরা করা এবং স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে জরিমানা করা হচ্ছে।”
তিনি আরো জানান, “উপজেলার ৭টি ইউপিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ও বাজার ব্যাবস্থ্যা পনা নিশ্চত করতে ২২ জন অফিসারকে ট্যাক অফিসার হিসেবে দায়িক্ত প্রদান করা হয়েছে। এর পাশাশি সরকারী যে নির্দেশনাবলী রয়েছে অপ্রেয়োজনে ঘরের বাহিরে বের না হওয়া, সন্ধ্যা ৬টার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবিষয়গুলো আমারা প্রচারণা চালিয়ে যাচ্ছি যাহাতে সকলেই স্বাস্থ্য বিধিমেনে চলে।”
নবধারা/বিএস