মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বাজারের কেনা তরমুজ খেয়ে দুই পরিবারের ১০ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলার চুনখোলা বাজার থেকে তরমুজ কিনে বাড়িতে এনে খাওয়ার পর পরিবারের সকলে অসুস্থ হয়ে গত বুধ ও বুহস্পতিবার মোল্লাহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এরা হলো-উপজেলার গোলারগাতী এলাকার একই পরিবারের মাফুজা আক্তার (২৪), জিয়া (৩৫), মতিন কাজী (৩৭), মাছরুল আলম (১৫), বেনুজা বেগম (৫২) ও তমিজ উদ্দিন (২৮)সহ ওই পরিবারে বেড়াতে আসা আরো দুই মেহমান। এছাড়া ব্রাম্মনডাঙ্গা এলাকার বিষ্ণু মল্লিক (৫৫), তৃপ্তি মল্লিক (৪৫) ও শতাব্দী মল্লিক (১৫)।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস নবধারা কে বলেন ফুড পয়জনিং এর কারনে দুই পরিবারের ১০ জনসহ মোট ৩০ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন আছে।