অভিজিৎ কুমার সাহা, ঢাকা হতেঃ
আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন শেখ তোজাম্মেল হক টুটুল।
আজ সোমবার বেলা ১২ টায় দলটির ধানমন্ডির কার্যালয় হতে এ মনোনয়ন পত্র তার হাতে তুলে দেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক মোঃ সায়েম খান এ মনোনয়ন পত্র তুলে দেন।
এ সময় শেখ টুটুলের সাথে ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি, সাধারণ সম্পাদক কামরুন নাহার ইভানা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেগুফতা সালাম ঈশিতা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।