শফিকুল ইসলাম সাফা চিতলমারীঃ
চিতলমারীতে নববধুর হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই স্বামীর পরকীয়া সইতে না পেরে বিয়ের দেড় মাস পর অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাথী বিশ্বাস (১৯) নামের এক নববধু।
রবিবার সন্ধ্যায়, উপজেলার অশোক নগর গ্রামের তার স্বামীর বাড়ি থকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ ওই নববধুর স্বামী ও তার বৌদিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন।
পুলিশ ও সাথীর পরিবার সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার শাহসপুর গ্রামের সাথী বিশ্বাসের চিতলমারী উপজেলার অশোক নগর গ্রামের শুভাষ মন্ডলের ছেলে সুশেন মন্ডল (২৫) এর সাথে দেড় মাস আগে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সুশেনের এক খালাতো ভাবির সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এবিষয় সাথী তার স্বামীকে নিষেধ করায় প্রায়ই সে নির্যাতনের শিকার হত।এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
১৮ এপ্রিল প্রেমিকা কনিকা সুশেনের সাথে দেখা করতে আসলে অভিমানে ঘরের ফ্রেমের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
চিতলমারী থানার (ওসি) মীর শরিফুল হক নবধারা কে জানান, খবর পেয়ে থানা পুলিশ সাথী মন্ডলের মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সাথীর স্বামী সুশেন মন্ডল ও তার বৌদি কনিকা মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নবধারা/বিএস