নবধারা প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মনজুরুল আলম (৩২) কে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে তাকে উপজেলা বনগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া নবধরা কে জানান, গ্রেফতারকৃত মনজুরুল আলম (৩২) পেশায় গাড়ী চালক। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং-৬(৫)৭ এবং ভান্ডারিয়া জিআর ৮২/০৭ এর ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুকসুদপুর থানার দারোগা কামাল উদ্দীন অভিযান চালিয়ে বনগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলান লোহাইড় গ্রামের নসু মুন্সির পুত্র।