মোঃ সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাটের পালেরহাট নামক স্থানে মালবাহী ট্রাকের মুখোমূখি সংঘর্ষে ট্রাক চালক আমিরুল ইসলাম (৪২) নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহত ট্রাক চালক চাপায়নবাবগঞ্জের শীবগঞ্জ এলাকার রইচ উদ্দিনের ছেলে। এসময় অপর ট্রাকের আহত চালক সিরাজুল ইসলাম ও তার পুত্র মো: আসিফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা নবধারা কে জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফকিরহাটের পালের হাট নামক স্থানে খুলনাগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাক দুইটির সামনে অংশ দুমড়ে মুচড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
এসময় মহাসড়কের উপর থাকা দুর্ঘটনার ট্রাক দুটি সরিয়ে নেয়। যানচলাচল স্বাভাবিক রয়েছে।