বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে হাসেম সিকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার গওহরডাঙ্গা গ্রামের পূর্ব পাড়ায়।
আজ বুধবার রাত ৯ টার দিকে তার মৃত্যু ঘটে। করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে এটি টুঙ্গিপাড়ার প্রথম মৃত্যু।
হাসেম সিকদারের ছেলে তরিকুল সিকদার জানান, আমার বাবা গত ৬ দিন যাবত অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেই। আজ বুধবার (২১ এপ্রিল) বিকেল চারটায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে আমরা রিপোর্ট পাই। রাত সাড়ে আটটার দিকে তার অবস্থার অবনতি হলে আমরা অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঘোনাপাড়ার কাছাকাছি গেলে বাবা নেই বলে আমাদের মনে হয়। আমরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম নবধারা কে বলেন, “দ্বিতীয় দফায় করোনা সংক্রমণে এই প্রথম টুঙ্গিপাড়ায় কোনো ব্যক্তির মৃত্যু হল। আমরা স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার তার দাফন কাফনের ব্যবস্থা করব।”
নবধারা/বিএস
One thought on "করোনার ২য় ধাপে টুঙ্গিপাড়ায় প্রথম ব্যক্তির মৃত্যু"