বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশারেফ শেখের (৯১) দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল সকালে মরহুমের নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পারঝনঝনিয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কে তার নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মোশারেফ শেখ বার্ধক্য জনিত কারণে গতকাল ২১ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নবধারা/বিএস