Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নবধারায় সংবাদ প্রকাশ; মন্ত্রী রেজাউল করিমের হস্ত‌ক্ষে‌পে কপাল খুল‌ছে গরীব মানুষ‌দের

Bayzid Saad
এপ্রিল ২২, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ (পিরোজপুর) স্বরূপকাঠী প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর জন্মশতব‌র্ষ উপল‌ক্ষে *প্রধান মন্ত্রীর উপহার দেওয়া ঘ‌রে ওঠার আগেই ফাটল শিরোনামে গত ৮ এপ্রিল জনপ্রিয় অনলাইন পোর্টাল নবধারায় সংবাদ  প্রকাশিত হয়। এর পরই স্বরূপকা‌ঠি উপ‌জেলা প্রশাসন দায়সারাভা‌বে চতুর্দ‌ি‌কে ফাটা পিলারগু‌লো মেরামত ক‌রে দি‌য়ে তা‌দের কাজ শেষ করেন।

সরেজ‌মি‌নে ২০ এ‌প্রিল মঙ্গলবার সুটিয়াকা‌ঠি ইউ‌পির বা‌লিহারী গ্রা‌মে দেখা যায়, পূ‌র্বের সংবা‌দে প্রকা‌শিত ১৫ নম্বর ঘ‌রের ভাঙ্গা জানালা মেরামত করা হ‌লেও ‌মেরামত করা হয়নি ফাটা ফ্লোর এমনকি দেয়া হয়‌নি ফ্লো‌রে আস্তর। বালু ওঠা এব‌রো থেব‌রো ফ্লোরের ম‌ধ্যেই গরীব মানুষগু‌লো বসবাস কর‌ছেন।

বিষয়‌টি তাৎক্ষ‌নিক লাইভ প্রচার করা হয় নবধারার অফিসিয়াল ফেইসবুক পেইজে।

   “পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মানুষ ওঠার আগেই ফাটল, লোকদেখানো মেরামত উপজেলা প্রশাসনের।” শিরোনামে প্রচারিত লাইভ টি দেখতে এখানে ক্লিক করুন।

মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনাল‌য়ের মন্ত্রী‌ শ ম রেজাউল করিম এ লাইভ দে‌খেন।‌ তি‌নি তাৎক্ষ‌নিক উপ‌জেলা প্রশাসন‌কে গরীব মানুষগুলার জন্য প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর সুন্দরভা‌বে বসবাস যোগ্য করার জন্য আ‌দেশ দেন ব‌লে জানা যায়।

এর পরই গত বুধবার থে‌কে উপ‌জেলা ঘর বাস্তবায়ন ক‌মি‌টি জোর গ‌তি‌তে কা‌জে লে‌গে প‌রেন ব‌লে জানান পিআইও অ‌ফি‌সের নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক কর্মকর্তা।

সরজ‌মি‌নে বৃহস্প‌তিবার দুপু‌রে দেখা যায় ৫/৬ জন রাজ‌মি‌স্ত্রি সি‌মেন্ট বালু দি‌য়ে আস্তর দেয়ার জন্য ফ্লোর খুড়ছেন। এছারা ঘ‌রের সাম‌নে বৃষ্টির পা‌নি জমা ব‌ন্ধে রাস্থা উচু করার জন্য বালু ফেলার ব্যবস্থা করা হ‌চ্ছে।

“নবধারায় সংবাদ প্রচারের পর ঘুম ভাঙলো প্রশাসনের!” শিরোনামে নবধারায় প্রচারিত দ্বিতীয় লাইভ টি দেখতে এখানে ক্লিক করুন।

ঘ‌রের এক বা‌সিন্দা ব‌লেন, তার ঘ‌রের স্ক্রপ না লাগা‌নো টিনও ঠিক ক‌রে দি‌বে ব‌লে তি‌নি জান‌তে পে‌রে‌ছেন।

এ‌দি‌কে বিদ্যুৎ সং‌যোগ সমস্যা সমাধা‌নে কথা হয় স্বরূপকা‌ঠি পল্লী বিদ্যুৎ অ‌ফি‌সের এ‌জিএম সুমন শা‌হ এর সা‌থে।

তি‌নি ব‌লেন, আগামী রবিবা‌রের ম‌ধ্যেই এই ২৬ টি ঘ‌রে বিদ্যুৎ সং‌যোগ দেয়া হ‌বে।

সু‌বিধাভোগী একা‌ধিকজন ব‌লেন, মন্ত্রী সা‌হে‌বের হস্ত‌ক্ষে‌পে পুনরায় আমা‌দের ঘ‌রের সমস্যা সমাধান ক‌ল্পে কাজ কর‌ছে উপ‌জেলা প্রশাসন। আল্লাহ বঙ্গবন্ধু‌কে সবসময়ই গরীব মানু‌ষের হৃদ‌য়ে রাখুক, আর সেইসা‌থে প্রধান মন্ত্রী শেখ হা‌সিনা এবং মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনাল‌য়ের মন্ত্রী শ ম রেজাউল ক‌রি‌মের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে তা‌দের দীর্ঘায়ু কামনা ক‌রেন সু‌বিধা‌ভো‌গিরা।

এ‌দি‌কে ১৯ ফিট ৬ ইঞ্চি আর ২১ ফুট ৬ ই‌ঞ্চি ব্যসা‌র্ধের প্র‌তি‌টি ঘর বাবদ বরাদ্ধ ১৭১ হাজার টাকা। প্রথম পর্যা‌য়ে এ উপ‌জেলায় ১২০ টি প‌রিবা‌রের জন্য ঘর বরাদ্ধ হয় যার ৭৫ টির কাজ শেষ করা হ‌য়ে‌ছে এবং ৪৫ টি ঘ‌রের কাজ চলমান র‌য়ে‌ছে।

এছাড়া ২য় পর্যা‌য়ে মন্ত্রী শ ম রেজাউল ক‌রি‌মের ঐকা‌ন্তিক প্রচেষ্টায় ৩০৪ টি প‌রিবা‌রের জন্য ঘর বরাদ্ধ করা হয় যার ২০৪ টির কাজ চলমান র‌য়ে‌ছে ব‌লে জানা যায় স্বরূপকা‌ঠি পিআইও অ‌ফিস থে‌কে।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।