তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
লকডাউনে শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কায় ছিলেন পিরোজপুরের কৃষকেরা। এমতাবস্থায়,কৃষকের ধান কেটে দিয়ে তাকে চিন্তু মুক্ত করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার(২২ এপ্রিল) সকালে থেকে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের জমির ধান কেটে ঘরে পৌছে দেন। শ্রমিক সংকটে কৃষক তার জমির ধান কাটাতে পারছেন না এমন খবর পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু নেতাকর্মীদের নিয়ে সেখানে যান।তার নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধান কাটায় অংশ নেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেওয়ায় আবেগাপ্লুত হয়ে কৃষক জানান,লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না।এছাড়া এলাকার শ্রমিকদের মজুরি খুব বেশি।এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগ নেতা টিটু ভাই আরও নেতাকর্মী সাথে নিয়ে এসে কোনো টাকা-পয়সা ছাড়াই দেড় বিঘা ক্ষেতের ধান কেটে দেন।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু নবধারা কে বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনে অন্য এলাকার শ্রমিক এখানে আসতে পারেননি।এদিকে কৃষক তার জমির পাকা ধান নিয়ে কাটতে না পেরে বিপাকে পড়েন। কৃষকের অসহায়ত্বের কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে ধান কেটে পৌছে দিয়েছি অসহায় কৃষকের বাড়িতে।পিরোজপুর জেলা ছাত্রলীগের সকল উপজেলায় এ কর্মসূচি চলমান থাকবে।