Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় হেফাজত কর্মী শেরজান মোল্লা গ্রেপ্তার

MEHADI HASAN
এপ্রিল ২৩, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট (মোল্লাহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লহাটে পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী শেরজান মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার শেরজান মোল্লা উদয়পুর গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে।

শুক্রবার সকালে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। গ্রেফতার শেরজান মোল্লাকে বৃহস্পতিবার রাত ৮টায় মোল্লাহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় মোট চারজন হেফাজত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় মামলা দায়ের এর ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব-৬। এরই অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল বৃহস্পতিবার বিকালে অভিযান শুরু করে। এসময় মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম থেকে শেরজন মোল্লাকে গ্রেপ্তারর করা হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বেলা ১১টার মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামস্থ জামিয়া হালিমিয়া মাদ্রাসার কিছুসংখ্যক হেফাজতপন্থী ছাত্র শিক্ষক এবং বহিরাগত কিছুসংখ্যক হেফাজত সমর্থক বিক্ষোভ মিছিল করার জন্য মোল্লাহাটের স্বাস্থ্য কমপ্লেক্স এর মোড়ে একত্রিত হয়ে হেফাজত নেতা মামুনুল হক এর মুক্তির বাদীতে শ্লোগান দিতে থাকে।

এসময় মোল্লাহাট থানা পুলিশ হেফাজত কর্মীদের শ্লোগান এবং উচ্ছশৃঙ্খল আচারন করতে নিষেধ করে। এ সময় হেফাজত কর্মীরা আকস্মিক ভাবে মোল্লাহাট থানা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের ইট পাটকেল এর আঘাতে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।

পরবর্তীতে মোল্লাহাট থানা এসআই শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও অনেক ব্যাক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।