Nabadhara
ঢাকাশনিবার , ২৪ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নামে মামলা আটক -৩

MEHADI HASAN
এপ্রিল ২৪, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া থানার দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান সরদার । এ ঘটনায় পুলিশ কুমড়ি গ্রামের সোহানা (২৮), সেলিনা বেগম (৪২) ও জাহানারা বেগম (৫৫) নামে তিন আসামিকে আটক করেছে।

গত বৃহস্পতিবার দুপুরে কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে কুপিয়ে ও পিটিয়ে তার একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। বিকালে দিকে রাস্তার ওপর থেকে পিস্তল উদ্ধার হয়। আহত এএসআই মিকাইল হোসেন ও মীর আলমগীর লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, অন্য আসামিরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।