মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদরে মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৫ এপ্রিল) দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ মাস্ক বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
এ সময় কালিয়া প্রেসক্লাবের পক্ষে মাস্ক গ্রহণ করেন কালিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি এবং আই বি এন টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি মোঃ বাবর আলী।
মাস্ক বিতরণ কালে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যার ফলে তাদরে জীবনের ঝুঁকির আশঙ্কা বেশি থাকে এজন্য নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের পক্ষ থেকে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
নবধারা/বিএস