স্টাফ রিপার্টার, চিতলমারী :
বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার খড়মখালী গ্রামের মৃত নিরোদ বিহারী রায়ের ছেলে নিহার রায়ের সাথে প্রতিবেশী রঞ্জন রায়ের বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে শনিবার সকাল ১১ টার দিকে ধান মাড়াই করাকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা কাটা-কাটির এক পর্যায়ে রঞ্জন রায় তার ছেলে প্রিন্স রায় ও সুমন রায়, নিহার রায় (৪৬) কে মেরে আহত করে। এ সময় নিহার রায়ের মা হৈম রায় (৬৭) ঠেকাতে এলে তার ওপর হামলা চালিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ।
এ ব্যাপারে চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।