নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মোটর সাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিতাই মজুমদার(৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ সোমবার বিকাল ৩টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ী নিতাই মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের কালীপদ মজুমদারের ছেলে।
সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম নবধরা কে জানান, মোটর সাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে জেলা শহরে আসছিলেন ব্যবসায়ী নিতাই মজুমদার। এসময় মোটর সাইকেলটি গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার সোনাকুড় এলাকায় পৌঁছালে জেলা সদরের দিক থেকে যাওয়া একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় চালক ও নসিমনকে আটক করা যায়নি।