নবধারা প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন সওজ গোপালগঞ্জ জোনের নব-নিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী শুশীল কুমার সাহা।
তিনি মঙ্গলবার বিকেলে জাতির জনকের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতির জনক ও ৭৫ এর ১৫ আগষ্টে নিহত জাতির জনকের পরিবারের সদস্য ও অন্যান্য শহিদদের রূহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় গোপালগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, সমির কুমার বনিক, সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, কর্মচারী সমিতির সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমূখ উপস্থিত ছিলেন।