Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

MEHADI HASAN
এপ্রিল ২৭, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

সারা দেশের মত নড়াইলেও শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

২৭ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের কৃষক শিবুপদ বর্মন এর হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, জেলা কৃষি অফিসার দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার ওলিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীরা আরো অনেকে উপস্থিত ছিলেন।

কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির মূল্য ৩০ লাখ ৫০হাজার টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন টির ৪০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

উল্লেখ্য, শ্রমিক দিয়ে প্রতি একর ধান কাটতেই লাগে ১৬ থেকে ১৮জন শ্রমিক। এতে করে এক একর ধান কাটতেই কৃষকের খরচ পড়ছে ১০ থেকে ১২ হাজার টাকা। অথচ কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কাটা মাড়াই এবং বস্তাবন্দি করতে কৃষকের খরচ হচ্ছে মাত্র ৬ হাজার টাকা। এতে একদিকে উপকৃত হচ্ছে প্রান্তিক কৃষক অপরদেকে লাভবান হচ্ছে মেশিন মালিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।