কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার, ফতেপুর বাজার,ফুলতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সকল বাজারে গতকাল মাক্স না পড়ার অপরাধে ও মাক্স ব্যবহারে সচেতনতা সৃস্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে কচুয়ার এসকল বাজারে ১০টি মামলা করে ১১ শত টাকা জরিমানা আদায় করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এসকল বাজার সহ বিভিন্ন রাস্তার মোড়ে ও দোকানের সামনে মাক্স বিতরন করেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ উপজেলার মঘিয়া মাদ্রাসা, চরসোনাকুর মাদ্রাসা, পদ্মনগর হাফেজী মাদ্রাসা,কচুয়া কওমী মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিত্য়া (ক্রেইন) প্রকল্পের বাস্তবায়নে শুকনা খাবার বিতরন করেন।