Nabadhara
ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আজ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিন

MEHADI HASAN
এপ্রিল ২৮, ২০২১ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সবিতা রায়, বিশেষ প্রতিনিধি:
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮ তম জন্মদিন। শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
লেফটেন্যান্ট শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। নেশা ছিল খেলা-ধূলা,তবে সংস্কৃতিমনাও ছিলেন তিনি। ১৯৭১ সালের ৫ আগস্ট পাকিস্তানী সেনাদের বন্দীদশা থেকে তারকাঁটার বেড়া ডিঙিয়ে পালিয়ে যান ভারতের আগরতলায়,সেখানে কালশীতে ৮০ জন এর একটি টিমে ২১ দিনের ট্রেনিং গ্রহন করেন। তারপর মুজিব বাহিনীর হয়ে ৯ নাম্বার সেক্টরের আন্ডারে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। বঙ্গবন্ধুপুত্র শেখ জামাল ১৯৭৪ সালে যুগোস্লাভিয়া মিলিটারী একাডেমীতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন। সেখান থেকে বৃটেনে গিয়েও প্রশিক্ষণ নেন।
তারপর দেশে ফিরে এসে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন। লেফটন্যান্ট শেখ জামাল ১৯৭৫ সালের ১৭ জুলাই বঙ্গবন্ধুর ভাগ্নী রোজী পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুখেই দিন কাটছিল তাদের। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার পদে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল মাত্র ২৮ দিন আগে বিয়ে করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সবাই বিপথগামি কুচক্রী সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন।
লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮ তম জন্মদিনে নবধারা পরিবারে পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।