Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ধান গবেষণা ইনস্টিটিউট এর উদ্যোগে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তুফান গাইন, খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর উদ্যোগে উপকূলীয় খুলনা অঞ্চলে পানি ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি আবাদ ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় উপকূলীয় খুলনা অঞ্চলে পানি ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি আবাদ ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষ কর্মশালা নাগরী এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। আরো  উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। স্থানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন প্রকল্প (এলএসটিডিপি) ব্রি এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি স্যাটেলাইট স্টেশন খুলনা এর ফিতা কেটে শুভ উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্ত বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।