Nabadhara
ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়ন মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান

তুফান গাইন, খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (রবিবার) ১২টা নগরীর সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান করেন।

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায়। অন্যান্যের মধ্যে ইউনিয়নের কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ বাবলু খলিফা, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ বজলু হাওলাদার, কোষাধ্য কাজী হুমায়ুন কবীরসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সিটি মেয়র ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত ১২ জন সদস্যের প্রত্যেকের পরিবারের হাতে অনুদানের নগদ ১ লাখ টাকা করে তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।