Nabadhara
ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রলীগ

Bayzid Saad
মে ১, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ

  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে পৌর ছাত্রলীগ। করোনা ভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

এরই অংশ হিসেবে আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম উপজেলার পাটগাতী ইউনিয়নের বিলে সোনাতন বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয়।

এ সময় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আবির হোসেন, সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুলকার নাইম, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সাঈদ আহম্মেদ সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় কৃষকের ১০ কাঠা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো পৌর ছাত্রলীগ | ছবিঃ বাইজীদ সা’দ

এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

কৃষক সোনাতন বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি পৌর ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।