1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

আজ কিংবদন্তী শিল্পী মান্না দের জন্মদিন

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ১ মে, ২০২১
  • ৯৭৬ জন নিউজটি পড়েছেন।

সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ

আজ ১ লা মে আধুনিক বাংলা গানের কিংবদন্তী শিল্পী মান্নাদের জন্মদিন। ১৯১৯ সালের আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহন করেন। বাবা পূর্ণ চন্দ্র দে, মাতা মহামায়া দেবী। মান্নাদের আসল অন্য নাম প্রবোধ চন্দ্র দে।

ছোট বেলা থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল তাই বাবা মায়ের সহযোগিতা ছাড়াই তিনি সঙ্গীতজ্ঞ কাকা কে সি দে,ওস্তাদ দবির খানের কাছে সঙ্গীত বিষয়ে জ্ঞানার্জণ করেন। লেখা পড়ার পাশাপাশি নিরলসভাবে সঙ্গীতচর্চা করে গেছেন। স্কুলে সব সময় বন্ধুদের গান শুনিয়ে বিমোহিত করে রাখতেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক ছিলেন। ১৯৪২ সালে কাকার সাথে মুম্বাই চলে যান,তখন থেকেই শুরু হয় সংগীত জগতে তার পদচারনা। ১৯৪৩ সালে “তামান্না” চলচ্চিত্রের মাধ্যমে মান্নাদের প্রথম অভিশেক হয়,তার পর একে একে চলতে থাকে গানের পর গান। ১৯৫০ সালে “মশাল”শচীনদেব বর্মনের লেখা গান মান্নাদে গেয়েছেন যা শ্রোতাদের মন কেড়ে নিয়েছে। ১৯৫২ সালে মারাঠী চলচ্চিত্রে গান করেছেন,এছাড়াও তিনি গুজরাটি,হিন্দী, তেলেগু, বিভিন্ন ভাষায় গান করেছেন। আধুনিক বাংলা গান সহ মান্নাদে ৩৫০০ উপরে গান গেয়েছেন। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতাজী,মোহাম্মদ রফির সাথে তিনি দ্বৈত কন্ঠে গান করেছেন।

১৯৫০-১৯৭০ পর্যন্ত তিনি ভারতীয় চলচ্চিত্র সহ বিভিন্ন গানের কনসার্ট করেছেন যা সারা জীবন শ্রোতাদের মনের খোঁড়াক জুগিয়েছে। জনপ্রিয় কিংবদন্তী শিল্পী মান্নাদে তার সফলতার জন্য অনেক পুরস্কার পেয়েছেন। ১৯৭১ সালে পদ্মশ্রী,২০০৫ সালে পদ্মবিভূষণ,২০০৭ সালে দাদা সাহেব সন্মানয়ায় ভূষিত হোন, এছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সর্বোচ্চ অসামরিক সন্মাননা “বঙ্গবিভূষন” উপহার দেন। মান্নাদের গান শুনে শুধু ভারতীয় উপমহাদেশ নয়,সারা পৃথিবীর মানুষের মনে পাওয়া না পাওয়ার অনুভূতি জেগে ওঠে।

মান্নাদে ১৯১৩ সালের ২৪ অক্টোবর ভারতের বেঙ্গলুরুতে ফঁসফুঁস জনিত সংক্রমনের জন্য মৃত্যুবরন করেন। তিনি ১৯৪২-২০১৩ সাল পর্যন্ত একাগ্রভাবে গানের জগতে বিচরন করে গেছেন। আজ আধুনিক বাংলা গানের মাইল ফলক মান্নাদের জন্মদিন।

এ কিংবদন্তী শিল্পীর জন্মদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION