বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাকালে দুর্যোগ মোকাবেলায় ২৯ শত নিন্ম আয়ের পরিবার নগদ অর্থ সহায়তা পেয়েছেন।
আজ শনিবার (১মে) বিকালে উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির শেষ দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় পাটগাতী ইউনিয়নের নিন্ম আয়ের পরিবারের মাঝে ৫০০ করে নগদ টাকা প্রদান করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার একে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সিরাজুল হক পান্না, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাহিদা সুলতানা বলেন,
“আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন। সরকার আপনাদের পাশে আছে, আপনাদেরকে অর্থনৈতিক সুরক্ষা প্রদান করা হবে।”
নবধারা/বিএস