Nabadhara
ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় ভ্যান চালকের বসত ঘর পুড়ে ছাই

MEHADI HASAN
মে ১, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো: জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সিংগা গ্রামে ওহিদুল শেখ নামে এক অসহায় ভ্যান চালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১লা মে (শনিবার) রাত অনুমান ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ভ্যান চালক ওহিদুজ্জামান ওই গ্রামের মৃত মোকাম শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভ্যান চালক ওহিদুজ্জামান ওই ঘরে ঘুমিয়ে ছিলেন, হঠাৎ ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ওহিদুজ্জামানের স্ত্রী নবধারা কে জানান, রাতের আঁধারে হঠাৎ করে আগুন লেগে তাদের ঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং তার স্বামীর হাত পুঁড়ে গেছে, ঘর পুঁড়াতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। লোহাগড়া ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা সাব অফিসার মল্লিক রফিকুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটা জানা যায় নাই, ওই পরিবারের ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।