শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে করোনা পরিস্থিতিতে কর্মহীন শতাধিক শ্রমজীবী ও মুনি সম্প্রদায়ের অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১ টায় চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম মুন্সী, শেখ শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।