Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের নলডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

আবু বকর সিদ্দিক নাটোর
ডিসেম্বর ১৯, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের নলডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীকে (৩০) বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেছে একই এলাকার তিনজন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।

 

 

সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

 

 

এর আগে দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার চিকিৎসাসহ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাঁশিলা গ্রামের সৌদি প্রবাসীর বাড়ির প্রায় সবাই সোমবার দিনগত রাতে বিলে মাছ ধরতে যান।

 

 

বৃদ্ধ দাদা শ্বশুরসহ ওই গৃহবধূ এ সময় বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে একই গ্রামের বাসিন্দা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকের ছেলে মো. তুহিন (২৪), প্রতিবেশী মোখলেস ব্যাপারীর ছেলে ওসমান ব্যাপারী (৪৫) ও বিশু বিদ্যার ছেলে মো. জীবন (৪০) বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে কাপড় বেঁধে জোর করে পাশের একটি ফসলি মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

 

বৃদ্ধ দাদা নাতি বউকে বাড়িতে না পেয়ে অন্যদের খবর দিলে সবাই আলো নিয়ে খোঁজাখুজি শুরু করলে রাত দেড়টার দিকে ধর্ষণকারীরা গৃহবধূকে ফেলে পালিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে বিকেলে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।